ঢাকা, ২৬ আগস্ট মঙ্গলবার, ২০২৫ || ১১ ভাদ্র ১৪৩২
good-food
৩৮৩

করোনা ও উপসর্গে ১৪ জেলায় ১৩৪ জনের মৃত্যু 

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:০০ ৪ জুলাই ২০২১  

সারাদেশে  গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে রাজশাহী, খুলনাসহ ১৪ জেলায় আরো ৮৪ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে হটস্পট খুলনায় করোনায় ও উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের ১৪ জনই আক্রান্ত ছিলেন। একজন উপসর্গ নিয়ে মারা গেছেন।
এছাড়া একদিনে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনায় আক্রান্ত ১৩ জন মারা গেছেন।

আমাদের সংবাদদাতা জানান, রাজশাহী মেডিক্যালের করোনা ইউনিটে ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১০ জনই উপসর্গ নিয়ে মারা গেছেন। বাকি দুইজন আক্রান্ত ছিলেন। এরমধ্যে রাজশাহীর ৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩ জন, নাটোর, নওগাঁ ও পাবনার একজন করে রয়েছেন।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর